কবি, নাট্যকার ও সংগীতস্রষ্টা ডি.এল.রায়….।

কবি, নাট্যকার ও সংগীতস্রষ্টা ডি.এল.রায়….।

সুদীপা চৌধুরী : মেদিনীপুর, ১৯ জুলাই, ২০২৫। “ধনধান্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা”। সেই কোন ছোটবেলায় পড়া। কিন্তু আজও যতবার পড়ি বা শুনি প্রতিবারই নতুন মনে হয়। আজ এই কবিতার স্রষ্টা শ্রদ্ধেয় দ্বিজেন্দ্রলাল রায়ের জন্ম দিবস। ১৯ জুলাই ১৮৬৩ তিনি কৃষ্ণনগরে জন্মগ্রহণ করেন। একজন বিশিষ্ট বাঙালি কবি, নাট্যকার ও সংগীতস্রষ্টা। তিনি ডি. এল. রায় নামে অধিক পরিচিত ছিলেন। তিনি প্রায় ৫০০ এর বেশি গান রচনা করেন। এই গানগুলি বাংলা সংগীত জগতে দ্বিজেন্দ্রগীতি নামে পরিচিত। তার বিখ্যাত গান “ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা”, “বঙ্গ আমার! জননী আমার! ধাত্রী আমার! আমার দেশ” ইত্যাদি আজও সমান ভাবে জনপ্রিয়। তিনি অনেকগুলি নাটক রচনা করেন। তার নাটকগুলি চার শ্রেণিতে বিন্যস্ত: প্রহসন, কাব্যনাট্য, ঐতিহাসিক নাটক ও সামাজিক নাটক। তার রচিত কাব্যগ্রন্থগুলির মধ্যে জীবদ্দশায় প্রকাশিত আর্যগাথা ও মন্দ্র বিখ্যাত। দ্বিজেন্দ্রলাল রায়ের বিখ্যাত নাটকগুলির মধ্যে উল্লেখযোগ্য একঘরে, কল্কি-অবতার, বিরহ, সীতা, তারাবাঈ, দুর্গাদাস, রাণা প্রতাপসিংহ, মেবার-পতন, নূরজাহান, সাজাহান, চন্দ্রগুপ্ত, সিংহল-বিজয় ইত্যাদি।
অন্তরের শ্রদ্ধা এবং প্রণাম জানাই এমন মহা মানবের উদ্দেশ্যে।।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *